থ্রী হুইলার ক্রয় করতে এসে বরিশালের রিপন নিখোঁজ খাগড়াছড়িতে

নিখোঁজ রিপন

খাগড়াছড়ি থেকে থ্রী হুইলার ক্রয় করতে এসে নিখোঁজ হয়েছে বরিশালের মো: রিপন(৩০) নামে এক যুবক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছে তার পরিবার। ওই সময় থেকে তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। নিখোঁজের চাচাত ভাই মো: লিটন শনিবার খাগড়াছড়ি সদর থানায় এসেছেন অভিযোগ করেছেন।

লিটন জানান, মো: রিপন বরিশাল জেলার বানিয়াপাড়া উপজেলার শৌলিয়াবাকপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় এলাকার ইউনুস সর্দারকে সাথে নিয়ে খাগড়াছড়িতে থ্রী হুইলার কিনতে আসে। বৃহস্পতিবার দুপুর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না শুনে তার খোঁজ করতে শনিবার সকালে খাগড়াছড়ি এসেছি।

নিখোঁজ রিপনের ব্যবসায়িক সহযোগী ইউনুস সর্দার জানান, বুধবার খাগড়াছড়ি আসার পর শহরের একটি হোটেলে রাত্রিযাপন করি। বৃহস্পতিবার সকালে স্বর্ণিভর এলাকায় গিয়ে অটোরিক্সা চালক মনতোষ চাকমার বাড়িতে একটি থ্রী হুইলার দরদাম করি। এরপর ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে খাগড়াছড়ির অগ্রণী ব্যাংকে গিয়ে আর ফিরে আসেনি সে। দুপুর সাড়ে ১২টায় তার মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। এরপর আমি তার বাড়িতে খবর দেই।

মনতোষ চাকমা জানান, রিপন কিছুদিন আগে জেলার কমলছড়ি এলাকায় থ্রী হুইলার কিনতে আসলে সেখানে তার সাথে পরিচয় হয়। তখন আমার দু’টি থ্রী হুইলার বিক্রী করার মতো আছে জানালে সে কিনতে আগ্রহ করে এবং ঈদের পরে আসবে বলে জানায়। গত বৃহস্পতিবারে আমার বাড়িতে এসে গাড়ি দেখে যায় এবং ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে কিনে নিবে বলে দরদাম করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে এরপর সে আর আসেনি।

নিখোঁজের পরিবার বরিশাল থেকে খাগড়াছড়ি সদর থানায় এসেছে। উভয় পক্ষের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে তাকে উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।