আনোয়ারায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আমাদের ক্লাব

আনোয়ারায় মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি প্রতিনিধি

আনোয়ারায় এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আমাদের ক্লাব নামক সামাজিক একটি সংগঠন। শনিবার (২৯ জুরাই) দুপুরে উপজেলার বরুমছড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ড.মোহাম্মদ আবুল মনছুর। এতে প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন বরুমছড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন। আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন,সংগঠনের উপদেষ্টা মুরাদ মোহাম্মদ আলী আহছান, ইউপি সদস্য দিদারুল ইসলাম, কৃষ্ণ জলদাশ, শফিউল আজম ও আলমগীর মিনার।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু মুছা চৌধুরী, সহকারি প্রধান শিক্ষক পিংকু পালিত, সিনিয়র শিক্ষক সঞ্জিব সিংহ, মনজুর আলম, জাকের উল্লাহ, আবদুল হালিম চৌধুরী, জাহাঙ্গীর আলম, রাশেদা বেগম। সংগঠনের পক্ষে হাফিজুল ইসলাম কফিল, তৌহিদুল ইসলাম, রুহুল কুদ্দুছ, রেজাউল করিম, সাগর দাশ ও আবদুল আউয়াল শাকিল প্রমুখ।

অনুষ্ঠানে ২৩০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কারসহ সংবর্ধনা দেয়া হয়।