মেয়েকে আবারো বিদ্যালয়ে পাঠানোর অঙ্গীকারে মুক্ত পিতা
খাগড়াছড়িতে বাল্য বিয়ে রুখে দিলেন ভ্রাম্যমান আদালত

খাগড়াছড়ি : দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট হাজাছড়া গ্রামের বাসিন্দা মো. আকবরের ৭ম শ্রেণী পড়ুয়া মেয়ে ফুলমতি (ছদ্মনাম) জন্ম ২০০৪ সালে। ফুলমতি রোজ স্কুলে যাওয়া আসার সময় এলাকার বিল্লাহ হোসেন নামে এক বখাটে তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি সমাধানের জন্য ফুলমতির বাবা একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে গেলেও তারা কোন সমাধান দিতে পারেননি। পরে অনেকটা নিরুপায় হয়ে মেয়েকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন মেয়ের বাবা। মেয়ের বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন সনদ নেয়া হয়। পরে রোববার (৩০ জুলাই) মামার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।

ছোট হাজাছড়া গ্রামে ভুয়া জন্ম নিবন্ধন বানিয়ে বিয়ের আয়োজন চলছে_এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমানের ভ্রাম্যমান আদালত অবশেষে ওই বিয়ে বন্ধ করে দেন। এসময় ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে মেয়ের বাল্য বিয়ে দেয়ার চেষ্টার অপরাধে পিতাকে আটক করে ভ্রাম্যমান আদালত।

বাল্য বিয়ে দেয়ার দায় স্বীকার করে মেয়েকে আবারো বিদ্যালয়ে পাঠাবে বলে মুছলেকা দেয়ায় মেয়ের বাবা মো. আকবরকে ছেড়ে দেওয়া হয়েছে। একই আদালত ফুলমতিকে উত্ত্যক্তকারী বখাটে বিল্লাহকে দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ নিয়েছেন। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।