বঞ্চিত শিশু অধিকার ফোরামের অভিষেক অনুষ্ঠানে বক্তারা
বঞ্চিত শিশুদের কল্যাণে সকল শ্রেণী-পেশাজীবীকে এগিয়ে আসার আহবান

বঞ্চিত শিশু অধিকার ফোরামের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল আলম। -ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : বঞ্চিত শিশু অধিকার ফোরাম (বিএসওএফ) এর অভিষেক অনুষ্ঠান ও শিশু নির্যাতন বিরোধী এক আলোচনা সভা ৩৮নং ওয়ার্ড পুলিশ ফাঁড়ি সংলগ্ন সান রাইজ কেজি এন্ড হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে অয়োজিত অনুষ্ঠানে সান রাইজ কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আল আমিন শেখ সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল আলম। তিনি বলেন, বর্তমান সরকার সমাজের অবহেলিত বঞ্চিত শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সরকারের পাশাপাশি শিশু অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের, সাংগঠনিক সম্পাদক হাজী হাসান মুন্না, সমাজসেবক এড. মো: হাসান, সান রাইজ কেজি এন্ড হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা খাতুন।

অনুষ্ঠানশেষে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-নুরুল আলম (সাবেক ভারপ্রাপ্ত মেয়র), এম.এ. মান্নান, আবু নাছের, হাজী মো: হাসান মুন্না, এস.এম. নাছির, আশরাফুল ইসলাম, শাহদাত হোসেন স্বপন, আল আমিন শেখ, এড. মো: হাসান।

মুহাম্মদ শাহজাহানকে সভাপতি ও মুহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট বঞ্চিত শিশু অধিকার ফোরামের (২০১৭-১৯) সালের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি এম.এ. আশরাফ চৌধুরী, সহ-সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক মো: আল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক উৎপল কুমার দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.কে নিয়াজী, ধর্ম বিষয়ক সম্পাদক মো: নাজিম উদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আরিফ হোসেন, সদস্য মো: রওশন, আমিনুল ইসলাম, আসাদুল ইসলাম প্রমুখ।

পরে প্রধান অতিথি নবগঠিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।

শেয়ার করুন