বিক্রেতাবিহীন “সততা স্টোর” খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে

খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু হয়েছে সততা স্টোর। সোমবার (৩১ জুলাই) বিকেলে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর প্রণোদনা ও বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সততা স্টোরের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা দুপ্রক’র সভাপতি সুদর্শন দত্ত, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি প্রতিদিন ডটকম’র সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগরাণী চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার পাশাপাশি সততা ও মূল্যবোধের যে নৈতিক শিক্ষা দিচ্ছেন তা প্রসংশানীয়। সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সৎ ও নিষ্ঠাবান হওয়ার বীজ বপন করা সম্ভব। জীবনে সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানিয়ে সততা স্টোর থেকে প্রথম গ্রাহক হিসেবে পণ্য ক্রয় করেন জেলা প্রশাসক।