গাজীপুরে সাজানো ইয়াবা ব্যবসায়ী আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে সেলিম (২৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ইয়াবা ব্যবসায়ী বলে আটক করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অবরোধ চলে। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধকারীরা বিক্ষোভ করেছে।

মাছ ব্যবসায়ী সেলিম শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড (দারগারচালা) গ্রামের তাহের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় মাছ ব্যবসায়ী সেলিমকে (২৫) পথে ইয়াবা ব্যবসায়ী বলে আটক করে শ্রীপুর থানার পিএসআই সিদ্দিকুর রহমান। আটকের পর গাড়িতে তুলে তার পরিবারকে ১ লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি আসতে বলে পুলিশ। টাকা নিয়ে না আসলে জেলে নিয়ে যাবে বলেও পুলিশ জানান। পরে ভাই মোশারফ টাকা ছাড়া ঘটনাস্থলে আসায় পুলিশ তাকেও মাদক ব্যবসায়ী বলে মারধর করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় মাছ ব্যবসায়ীরা রাত ৮টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতারি পরোয়ানা না থাকলে সেলিমকে ছেড়ে দেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাত ৯টায় তাদের অবরোধ তুলে নেয়।

শেয়ার করুন