ভিটামিন এ ক্যাম্পেইন : ওরিয়েন্টেশন কর্মশালা খাগড়াছড়িতে

আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে মঙ্গলবার ১আগস্ট সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়িতে এবার ৯টি উপজেলায় ৯৯০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৬৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৪ হাজার ৪১৪ জনসহ মোট ৯৬ হাজার ৮৭৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ শওকত হোসেন এর সভাপতিত্বে এ সময় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা বিষয়ে বক্তব্য রাখেন, এমওসিএস ডা: টুটুল চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি জহুরু আলম প্রমূখ।

কর্মশালায় সিভিল সার্জন ডাঃ শওকত হোসেন আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ প্লাাস ক্যাম্পেইন সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার করে জেলাবাসীকে জানানোর জন্য সকল সাংবাদিকদের অনুরোধ করেন। এছাড়া ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরে যদি কোন প্রকার গুজব বা অপপ্রচার রটে তা থেকে সর্তক থাকার অনুরোধ জানান তিনি। এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম ও প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া নিজ নিজ মিডিয়ায় সংবাদ প্রেরণ করে প্রচার করার জন্য উপস্থিত সকল সাংবাদিকদের অনুরোধ করেন। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।