বিপিএল পঞ্চম আসরে রাজশাহী কিংসে খেলবেন মুশফিক

রাজশাহী কিংসের আইকন হিসেবে আনুষ্ঠানিকভাবে মুশফিকুরের নাম ঘোষণা করা হয়েছে। পরিচিতি অনুষ্ঠানে মুশফিক ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কিংসের দুই স্বত্বাধিকারী হাফিজুর রহমান ও শামীম হাসনাত।

গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছেন মুশফিক। বরিশাল বুলসের অন্যতম কর্ণধারের অপ্রীতিকর মন্তব্যে মুশফিক এবার নাম লেখান রাজশাহীতে। বগুড়ার ছেলে মুশফিক বিপিএলে প্রথম আসরে খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। পরের দুই আসর সিলেটে কাটিয়ে গতবার পাড়ি জমান বরিশাল বুলসে। এবার ফিরলেন রাজশাহীতে। মঙ্গলবার ঢাকায় নিজের পরিচিতি অনুষ্ঠানে মুশফিকের প্রতিক্রিয়ায় ছিল ঘরে ফেরার স্বস্তি, আমার বাড়ি বগুড়ায়। আমি রাজশাহী বিভাগেরই ছেলে। সবাই চায় নিজের অঞ্চলের হয়ে খেলতে। যে পরিকল্পনা করে আমাকে নেয়া হয়েছে, চেষ্টা করব সেটা সফল করতে।’

মুশফিক আরও বলেন, ‘টি ২০ এমন একটা খেলা এখানে কেউ একা খেললে হবে না। আপনি যদি গত চারটি আসরের দিকে খেয়াল করে দেখেন, চারটি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু আমি। কিন্তু আমার কাছে কোনো জাদু ছিল না। এখানে আপনাকে অবশ্যই দল হিসেবে পারফর্ম করতে হবে। আর আমি যেখানেই খেলি না কেন, চেষ্টা করি নিজের শতভাগ দিতে। আশা করছি এবারও যেন আমি ব্যক্তিগতভাবে ভালো খেলতে পারি এবং আমার যে সতীর্থরা আছে তাদের নিয়ে টুর্নামেন্টের ফল আমাদের পক্ষেই নিয়ে আসতে পারি।’

শেয়ার করুন