জাতির জনকের শাহদাৎ বার্ষিকী : মাসব্যাপী কর্মসুচী ঘোষণা
খাগড়াছড়ির পাহাড়জুড়ে শোকের ছায়া

শোকসভাশেষে বাড়ি ফেরার পথে সুরুজ মিয়াকে কুপিয়ে আহত

খাগড়াছড়ি : শুরু হয়েছে শোকের মাস আগস্ট। শহরে সকাল থেকে মাইকে শোনা যাচ্ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর ভাষণ। বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসুচী ঘোষণা করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। তারই অংশ হিসেবে ১ আগস্ট মঙ্গলবার কালোব্যাজ ধারণ করে বিকেল ৫টায় জেলা শহরের কদমতলিস্থ অস্থায়ী কার্যালয় থেকে শোকর‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণশেষে জেলা আওয়ামীলীগ ও অংগ-সংগঠনের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার নেতৃত্বে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পাজেপ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, খগেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমা, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহ শতশত নেতাকর্মী এতে অংশ গ্রহণ করে। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশেফোর্স দিয়ে করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ওসি বলেন, র‌্যালী শেষে টাউন হল চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা প্রদর্শন করেছে জেলা আওয়ামীলীগ ও অংগ-সংগঠনের নেতাকর্মীরা।

শোকসভাশেষে বাড়ি ফেরার পথে সুরুজ মিয়াকে কুপিয়ে আহত : শোকর‌্যালী ও আলোচনাসভা শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে পতিপক্ষের লোকজন। শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে বুধবার ২ আগস্ট সকাল সাড়ে ১০ টায় জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু’র নেতৃত্বে কদমতলিস্থ স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার বাসভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শাপলা চত্ত্বর হয়ে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিসয়ক সম্পাদক এবং পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু প্রমুখ।

শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মিয়ার উপর সন্ত্রাসী হামলার জন্য জেলা আওয়ামীলীগের শিক্ষা ও যুব বিষয়ক সম্পাদক দিদারুল আলম এবং তার বড় ভাই পৌর মেয়র মোঃ রফিকুল আলমের নেতৃত্বাধীন অংশকে দায়ী করে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা । সন্ত্রাসী হামলার শিকার জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সুরুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।