মার্কেন্টাইল ব্যাংক-জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ উদ্বোধন আজ

চট্টগ্রাম : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্তাবধানে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৫ থেকে ৯ আগস্ট চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে শুরু হবে মার্কেন্টাইল ব্যাংক-জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ।

এদিন সন্ধ্যা-৭:০০ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মানীয় সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লি: এর পরিচালক সাহাবুদ্দিন আলম। প্রতিযোগিতায় ৫৩টি দলে মোট ২৬৫ জন শার্টলার ও ৫৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে প্রতিভাবান ও মান সম্পন্ন ব্যাডমিন্টন খেলোয়াড় সৃষ্টির মূল উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মার্কেন্টাইল ব্যাংক লি: এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আগামী ৫ থেকে ৯ আগস্ট চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে মার্কেন্টাইল ব্যাংক-জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০১৭ (অনুর্ধ্ব-১৫, অনুর্ধ্ব-১৮ ও তদূর্ধ্ব- ৪৫) শুরু হতে যাচ্ছে।

দলগুলো হলো:- চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা, চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাংগা জেলা ক্রীড়া সংস্থা, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা, নাটোর জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, নিলফামারী জেলা ক্রীড়া সংস্থা, পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা, পাবনা জেলা ক্রীড়া সংস্থা, ফেনী জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, বিঃ বাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ আনসার, বরিশাল জেলা ক্রীড়া সংস্থা, বরগুনা জেলা ক্রীড়া সংস্থা, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা, ভোলা জেলা ক্রীড়া সংস্থা, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা, মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, মৌলভী বাজার জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা, ল²ীপুর জেলা ক্রীড়া সংস্থা, শরিয়তপুর জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার ইভেন্ট সমূহ: বালক-একক, বালক-দ্বৈত, বালিকা-একক, বালিকা-দ্বৈত ও প্রবীণ দ্বৈত। এ প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক সাব-কমিটি গঠন করা হয়।

ব্যাডমিন্টন সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও ব্যাডমিন্টন চেয়ারম্যান আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, স্পন্সর প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লি. এর চট্টগ্রাম জোনাল হেড আবু তাহের, সিজেকেএস সহ-সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, মো: হাফিজুর রহমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক শাহজাদা আলম, নির্বাহী সদস্য জাহেদুল ইসলাম, তানভীর আহমেদ চৌধুরী, মো: মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর এস.এম. শহীদুল ইসলাম, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, কাজী মঈনুল হক মহিউদ্দিন, ফরহাদ মুনির জুয়েল, ব্যাডমিন্টন কমিটির যুগ্ম-সম্পাদক নিখিল চন্দ্র ধর, মোরশেদ খান, সদস্য নিমশান জাহাঙ্গীর, জসীম উদ্দিন, এনামুল হক, মাইনুল ইসলাম আজাদ প্রমূখ।

শেয়ার করুন