সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের শোক সভায় বক্তারা
বড় নেতার সাধারণ জীবনযাপন রাজনীতির মডেল ইসহাক মিয়া

চট্টগ্রাম : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক গণ-পরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ ইসহাক মিয়ার মৃত্যুতে সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৬ আগষ্ট) রাত ৮টায় স্থানীয় লোটাস গ্রামার স্কুলে আয়োজিত শোক সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুন্নবী সওদাগর সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কমিশনার এবং পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আসলাম হোসেন। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ এসকান্দর, মোঃ রফিক, আব্দুল হালিম মেম্বার, আওয়ামীলীগ নেতা শফিউর রহমান, লুৎফুর হক খুশি, মোঃ হোসেন মান্না, মোঃ নুর হোসেন, সেলিম সেকান্দর, মোঃ সেলিম সওদাগর, আলাউদ্দিন সরকার শিপু, আরমান উল্যাহ লিটু, এম এ হান্নান কাজল, নুরুল আজীম বাবুল, মোঃ আলমগীর, মোঃ হায়দার, স্বেচ্ছা সেবক লীগ নেতা মোঃ মামুন বাদশা, মোঃ শাহজাহান, নজরুল ইসলাম বিপ্লব, সফি, আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাসুম বাদশা, ছাত্রলীগ নেতা মোঃ এরশাদ উল্যাহ, মোঃ ইব্রাহিম হোসেন রিফাত, আরাফাত হোসেন, মোঃ আজিম উদ্দিন সম্রাট প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আসলাম হোসেন বলেন, পাকিস্তানের শাসক আমল এবং ৭৫ পরবর্তী আওয়ামীলীগের দুঃসময়ে জননেতা ইসহাক মিয়া সাহসিকতার সাথে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। কর্মীদের নিকট তিনি ছিলেন দুর্দিনের কান্ডারী। পরে অধ্যক্ষ মোঃ আসলাম হোসেন পাহাড়তলী থানা আওয়ামীলীগের সভাপতি অসুস্থ আলহাজ্ব নুরুল আফছার মিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন