চট্টগ্রাম : হাটহাজারীতে ১৫১০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার (১১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী পৌরসভাস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন জালিয়া পাড়া গ্রামের মোঃ ফজলুল হক (হজল হক)’র পুত্র আমান মিয়া (২৭) ও একই এলাকার থানাধীন তবলছড়ি গ্রামের মোঃ জয়নাল আবেদিনের পুত্র মোঃ সেলিম উদ্দিন (২৫)।
সূত্রে জানা যায়, চট্টগ্রাম র্যাব-৭ এর টহলরত একটি টিম খবর পায় কতিপয় মাদক ব্যবসায়ি চট্টগ্রামের উদ্দেশ্যে নাজিরহাট হতে একটি নীল রংয়ের পিকাপ (চট্টমেট্রো-ট ১১-৩৪০২) করে ফেন্সিডিল নিয়ে নাজিরহাট অতিক্রম করছে।
বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষককে অবহিত করে হাটহাজারী পৌরসভাস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে রাত আনুমানিক ১টার দিকে পিকাপটি আটক করে তল্লাশী করলে এতে বস্তাবন্দী ১৫১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ফেন্সিডিলরে মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ফেন্সিডিলসহ আটককৃতদের গাড়ি হাটহাজারী মডেল থানায় সোপর্দ করাসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাংগির ঘটনার সত্যতা স্বীকার করেন।