শংকর রঞ্জন সাহার অনুরোধে সিইউজের প্রতিবাদ কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম : জেলা প্রশাসকের অশোভন আচরণের প্রতিবাদে আজ (সোমবার) ১৪ আগস্ট সকালে সাংবাদিকদের ডাকা কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার সন্ধ্যায় সার্কিট হাউজে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার অনুরোধে এ সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বৈঠকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশ্বাস দেন, তিনি জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সাথে বৈঠক করবেন। তাই ওই সময় পর্যন্ত এই কর্মসূচি স্থগিত রাখার আহবান জানান সাংবাদিক নেতারা। সাংবাদিক নেতারা তাতে সম্মতি জানান।

বৈঠকে বক্তব্য রাখেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার, বিএফইউজে সহ সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, সিনিয়র সাংবাদিক মাঈনুদ্দিন দুলাল, কামাল পারভেজ, সিইউজে সদস্য জামশেদুল করিম প্রমূখ।

প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, বিএফইউজের নির্বাহী সদস্য আসিফ সিরাজ, সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক অলোকময় তলাপাত্র, শাহরিয়ার হাসান, সিনিয়র সাংবাদিক অনিন্দ্য টিটো, জামশেদ রেহমান চৌধুরী, আলমগীর সবুজ, আরিচ আহমেদ শাহ, তাজুল ইসলাম, অনুপম শীল, লতিফা আনসারী রুনা, হোসাইন জিয়াদ, আরিফুর সবুজ, ফয়সাল করিম, দীপংকর দাশ, ফরিদ উদ্দিন, বিপ্লব মজুমদার, এনাম হায়দার, শাহনেওয়াজ রকি।

শেয়ার করুন