কক্সবাজার : ইনানীতে ডিবি পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি প্রাইভেট কারসহ জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক এবং একই পত্রিকার দুজন সাংবাদিককে আটক করেছে। এই নিয়ে জেলাব্যাপী সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র জানায় ১৬আগষ্ট বিকেল সাড়ে চারটার দিকে উখিয়া ইনানী পয়েন্টে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল টেকনাফ হয়ে কক্সবাজার অভিমুখে আসা একটি প্রাইভেট কার তল্লাশী করে ২০ হাজার ইয়াবা ও একটি প্রাইভেট কার আটক করেছে। এসময় গাড়িতে আজকের আলোকিত সকাল নামক জাতীয় দৈনিকের সম্পাদক মোখেলেসুর রহমান মাসুমসহ ওই পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও চালক মানিককে আটক করা হয়েছে।
বিষয়টি নিয়ে কক্সবাজার পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ও প্রাইভেট কারসহ তিন সাংবাদিক এবং কার চালককে আটক করেন। আটককৃত ব্যক্তিদেরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।