ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
বঙ্গবন্ধু আজ সমহীমায় ইতিহাসের পাতায় প্রতিষ্ঠিত

শোক দিবসের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন প্রফেসর ড. মো: শাহ আলম। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তাদের দোসরদের প্ররোচনায় কিছু বিপদগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগসাজসে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছিল।

বুধবার (১৬ আগষ্ট) সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার, কলেজ গর্ভনিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম এসব কথা বলেন।

তিনি বলেন-হত্যাকারীদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক ও ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। কিন্তু স্বাধীনতার স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে ঘাতকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। বঙ্গবন্ধু আজ সমহীমায় ইতিহাসের পাতায় প্রতিষ্ঠিত।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসলাম হোসেনের সভাপতিত্বে এবং ইংরেজী বিভাগের অধ্যাপক মো: শহীদুল্লাহ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বি.এম.এ চট্টগ্রাম শাখার কোষাধ্যক্ষ ও কলেজ গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ডা. মো. আরিফুল আমিন এম.বি.বিএস। বক্তব্য রাখেন কলেজ গর্ভনিং বর্ডির সদস্য মুজিবুল আলম চৌধুরী, মোহাম্মদ রফিক, বাবু কান্ত লাল দাশ, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক মো: ঈসমাই, উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ, জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক অ্যধাপক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

প্রধান আলোচক ডাঃ মো: আরিফুল আমীন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয়ে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়া করে উন্নত ফলাফল অর্জনে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের মধ্যে উচ্চমানের অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন। তিনি প্রধানমন্ত্রী স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রমে সকলকে এগিয়ে আসার আহবান জানান। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ১৫ ডিসেম্বর পোর্ট কানেকটিং রোডে চট্টগ্রাম-১০ আসনের সংসদ কর্তৃক আয়োজিত মানব প্রাচীরে অংশগ্রহণ, বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা, বিপন্ন প্রজাতির ৪টি গাছের চারা রোপণ, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ ইত্যাদি অর্ন্তভুক্ত ছিল।

শেয়ার করুন