শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে শুক্রবার (১৮ আগস্ট) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। যা মঙ্গলবার (২২ আগস্ট) পর্যন্ত চলবে। ঢাকা ও চট্রগ্রাম স্টেশন থেকে ঈদ পূর্ব অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। বরাদ্ধকৃত টিকেট ছাড়া সব টিকিটই কাউন্টারে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এসব তথ্য জানিয়েছেন।

মুজিবুল হক বলেন, টিকিট প্রচলিত নিয়মানুসারে ১০ দিন পূর্বে যথাক্রমে ১৮ থেকে ২২ আগস্ট টিকিট বিক্রি করা হবে। ক্রমান্বয়ে ১৯, ২০, ২১, ২২ আগস্ট যাত্রীরা যথাক্রমে ২৮, ২৯, ৩০, ৩১ আগস্টের টিকিট কাটতে পারবেন। ২৫ আগস্ট ৩ সেপ্টেম্বরের ফিরতি টিকিট বিক্রি করা হবে। ক্রমান্বয়ে ২৬, ২৭, ২৮, ২৯ আগস্ট যাত্রীরা যথাক্রমে ৪, ৫, ৬, ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট কিনতে পারবেন। টিকিট কালোবাজারি প্রতিরোধে সকল বড়-বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থার কথা জানান রেল মন্ত্রী।

শেয়ার করুন