
চট্টগ্রাম : নগরীর চকবাজার সৈয়দ শাহ্ রোডস্থ সিটি পাবলিক স্কুল এন্ড কলেজে উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জি.এ.এম. মোরশেদ নেওয়াজ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনওয়ারুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য, বিশিষ্ট ব্যাংকার এস ইউ এম মিজানুর রহমান, কাছেদুল হক প্রমুখ।
আলোচনা সভায় মুখ্য আলোচনা করেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ওমর গণি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজের এজিএস মুহাম্মদ আকবর আলী আকাশ।
স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকত ইসলাম। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে আলোচনা করেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নাজিমুজ্জামান, এনামুল হক, খায়রুল আবেদীন রনি প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপাধ্যক্ষ মোহাম্মদ মোজতাহিদুল ইসলাম।