
নিহত নিজাম উদ্দিন, কামরুল ও রেজাউল
চট্টগ্রাম : বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটর সাইকেল আরোহী তিন বন্ধুর প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর আকবর শাহ থানার ইস্পাহানি রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তশেষে শুক্রবার সন্ধ্যায় তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন- সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের আবদুর রাজ্জাকের ছেলে নাজিম (৩২) ও বাগেরহাট জেলার রামদা থানার বদিগঞ্জের আবদুর রশিদ তালুকদারের ছেলে মো. রেজাউল (৩০) এবং ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম শিমুলিয়া এলাকার ইসমাইলের ছেলে কামরুল ইসলাম (২৭)। তারা তিনজনই আগ্রাবাদ মোড়ে ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন।
ঘটনার পর পরই আকবর শাহ থানা পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে সীতাকুন্ডের পাকা রাস্তার মাথা এলাকা থেকে আটক করে। চালক ও সহকারীকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও নিহতদের পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার রাতে বহদ্দার এলাকার একটি কমিউনিটি সেন্টারে তাদের বন্ধু নেজাম উদ্দিনের বিয়ে ছিল। রাত ২টার দিকে কমিউনিটি সেন্টার থেকে সবাই নববধূকে নিয়ে কর্নেল হাট এলাকায় বরের বাসায় যান। সেখান থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তিন বন্ধু।
আকবর শাহ থানার এসআই মো. শাহজাহান জানান, ওই তিনজন একে খান গেটের দিক থেকে মোটরসাইকেল নিয়ে ফয়স লেকের দিকে আসছিলেন। ইস্পাহানি রেল গেট অতিক্রম করে বাঁক নেয়ার সময় তাদের মোটরসাইকেল চলন্ত একটি মালবোঝাই ট্রাককে ওভারটেকের চেষ্টা করে। এ সময় ট্রাকটি তাদের মোটরসাইকেলকে পাশ থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল ও নাজিম নিহত হন। গুরুতর আহত কামরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ভোর পৌনে ৪টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নাজিম ও রেজাউল আগেই মারা যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক কামরুলকেও মৃত ঘোষণা করেন।