
চট্টগ্রাম : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লালখানবাজার ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক শোক র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক পথসভার মাধ্যমে ইস্পাহানী মোড়ে শেষ হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহ্ম্মেদ এর সভাপতিত্বে এবং দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় শোক র্যালী পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এএফ কবির আহম্মেদ মানিক, খুলশী থানা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মমিনুল হক, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এ্যাডঃ আবদুল্লাহ আহসান পিকু, ইউনিট আওয়ামীলীগ নেতা মাহবুব আলম, মহানগর যুবলীগ নেতা আজমল হোসেন হিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সনেট চক্রবর্ত্তী, মহানগর ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান জেবিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াসিম উদ্দীন, যুবলীগ নেতা জাকির হোসেন, ছাত্রলীগ নেতা সাহেদ আহম্মেদ সাজু, আইনুল কাদের নিপু, উজ্জ্বল চৌধুরী, যুবলীগ নেতা রুবেল দে, মোক্তার মাহমুদ, ছাত্রলীগ নেতা জাহেদুর রহমান, শামীম আহসান, সেচ্ছাসেবকলীগ নেতা মো. শরীফ প্রমূখ।
শোক র্যালী পরবর্তী সমাবেশে বক্তারা বলেন-জাতির জনকের স্বপরিবারের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে ভূমিকা রাখে। বাংলাদেশ -এর নামকরন থেকে এ পর্যন্ত জাতির পিতার অবদান স্বরূপ তাঁরই সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রীর নেতৃত্বের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে কাজ করার আহবান জানান।