গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রধান বিচারপতি পাগল ও মানসিক ভারসাম্যহীন

গাজীপুর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভেকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন-‘প্রধান বিচারপতি পাগল ও মানসিক ভারসাম্যহীন। আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করবো, যাতে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। তিনি যেসব কথাবার্তা বলে যাচ্ছেন তাতে পাগল ছাড়া সুস্থ্য মানুষ এসব কথা বলতে পারে না।’

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনালে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন।’ এসময় প্রধান বিচারপতিকে সর্তক করে মোজাম্মেল হক বলেন, ‘তুমি পাকিস্তানিদের হয়ে হুমকি দেখাও, কত বড় দুঃসাহস তোমার? কত বড় ধৃষ্টতা!’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধান বিচারপতি পাগল, সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করবো, যাতে তার ডাক্তারি পরীক্ষা করা হয়।’

কালিয়াকৈর পৌর কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার।