চট্টগ্রাম: ঈদুল আজহাকে সামনে রেখে রাস্তায় কোরবানির গবাদি পশু বহনকারী পরিবহনে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা থামিয়ে তল্লাশির করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা। তবে শুধুমাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাড়ি থামাতে পারবেন। গবাদি পশু বহনকারী কোন গাড়িকে সিগন্যাল দেওয়ার নিষেধাজ্ঞা থাকলেও মিয়ানমার কিংবা টেকনাফ থেকে গবাদি পশু নিয়ে আসা ট্রাকে মাদক কিংবা এক্সক্লুসিভ কোন তথ্য থাকলে এএসপি এবং ওসির নেতৃত্বে একটি টিম সেটা থামিয়ে তল্লাশি করতে পারবেন। তবে কোন প্রকার হয়রানি করা যাবে না।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঈদুল আজহাকে সামনে রেখে এক সভায় এসপি এসব কথা বলেছেন। এসময় তিনি সড়কে গাড়িতে মামলা দিয়ে হয়রানি না করার জন্যও মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন ।
মিনা বলেন, চেকপোস্ট করে সিএমপি এবং হাইওয়ে পুলিশ। আমরা জেলা পুলিশ, আমরা কোন চেকপোস্ট করি না।সাধারণত রাস্তায় আমরা মামলা দিই না। হাইওয়ে পুলিশ মামলা দেয়। শুধুমাত্র সদর কিংবা পৌর এলাকায় সড়কের নিয়ন্ত্রণ আমাদের থাকে। হাইওয়ে পুলিশও মামলা দেবে, থানার পুলিশও দেবে, সেটা যেন না হয়। মামলা নিয়ে হয়রানিমূলক কোন কাজ আমরা করব না। ট্রাফিক ব্যবস্থাপনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ ও একেএম এমরান ভূঁইয়াও উপস্থিত ছিলেন। মতবিনিময়ে সাংবাদিক, পরিবহন নেতারা অংশ নেন।