কাল বাংলাদেশ-ভারত হুইলচেয়ার ক্রিকেট সিরিজ শুরু

বাংলাদেশ-ভারত হুইলচেয়ার ক্রিকেট সিরিজের দুটি ম্যাচ আগামীকাল (২৫আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হবে। সকাল সাড়ে নয়টায় সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়। আগামী ২৬ আগস্ট তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে দশটায়। সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটের হলেও হুইলচেয়ার ব্যবহারকারীদের ক্রিকেট বলেই নিয়ম কানুনে আছে খানিকটা পরিবর্তন।

এদিকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছে ভারতীয় ক্রিকেট দল। তবে, যারা এসেছেতাঁরা সবাই চলাচলের শক্তি নেই কিংবা কোনও দুর্ঘটনায় পা হারিয়েছেন। তাদের অংশগ্রহণেই বিশেষ এই ক্রিকেট আসর।

শুক্রবার সকালে সিরিজের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের কো-ফাউন্ডার তামজিদুল ইসলাম। হুইলচেয়ার ব্যবহারকারীদের অংশগ্রহণে দেশের মাটিতে প্রথম এই আন্তর্জাতিক সিরিজের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। সার্বিক ব্যবস্থাপনায় ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ার করুন