অবশেষে টোলমুক্ত হলো তৈলারদ্বীপ সেতু : আনোয়ারাবাসীর উল্লাস

চট্টগ্রাম : অবশেষে টোলমুক্ত হলো আনোয়ারার সাঙ্গু নদীর উপর নির্মিত তৈলারদ্বীপ সেতু। উচ্চ আদালতের নির্দেশে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ (সওজ) টোল আদায় বন্ধ করে দেয়। দীর্ঘ আইনী লড়াইয়ের পর সফল হলো আনোয়ারাবাসী। এতে সেতুর দুই পাড়ের বাসিন্দারা আনন্দ উল্লাসে ফেটে পরে।

তবে এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ (সওজ) শুক্রবার নিয়মিত টোল আদায় করার সময় স্থানীয়রা তাদের উপর চড়াও হয়। এ সময় স্থানীয়দের সাথে সওজের লোকজন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে স্থানীয়দের চাপের মুখে সেতুতে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।

জানা যায়, বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি এটিএম সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ টোল আদায়ের উপর নিষেধাজ্ঞা দেন। এর মধ্য দিয়ে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক টোল আদায় অবৈধ ঘোষিত হয়। শুক্রবার (২৫ আগস্ট) পূনরায় টোল আদায় করতে গেলে স্থানীয়দের বাধায় টোল নেওয়া বন্ধ রাখেন সওজ কর্তৃপক্ষ। এ ব্যাপারে টোল আদায়ে নিয়োজিত সওজের পরিদর্শক নবারুন তালুকদার বলেন, আদালতের রায়ের কপিটি এখনো পর্যন্ত আমাদের হাতে পায়নি। তাই নির্বাহী আদেশে টোল আদায় করছি। স্থানীয়দের বাধার কারণে নিরাপত্তার স্বার্থে আপাতত টোল আদায় বন্ধ করতে বাধ্য হয়েছি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা টোল অফিসে থাকবো।

এ বিষয়ে মামলার রিটকারী ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, দোহাজারী সওজ বিভাগ কর্তৃক টোল আদায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা দায়ের করলে বৃহস্পতিবার তা শুনানী হয়। শুনানীশেষে আদালত এ টোল আদায়কে অবৈধ ঘোষণা করেন।