আনোয়ারায় গ্রেফতার ১৩ শিক্ষক মুক্তির দাবিতে মানববন্ধন

রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারকৃত ১৩ শিক্ষকের মুক্তির দাবিতে আনোয়ারায় মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক সমিতি।

রবিবার (২৭আগস্ট) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি একেএম মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক শিক্ষক সমিতির সহ সভাপতি আমিরুজ্জমান।

উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরফান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চারপীর আউলিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম এ হান্নান, পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, বারখাইন জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকী, ডুমুরিয়া-রুদুরা মোহাম্মদীয়া কুদ্দুছিয়া মাদ্রাসার সুপার মাওলানা মফিজুর রহমান, জুঁইদন্ডী আনোয়ারুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা মফিজুর রহমান সিকদার, বরুমচড়া গাউছিয়া মঈনুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা আবদুল কাদের মুনিরী, বটতলী এস এম আউলিয়া এয়াকুবিয়া মাদ্রাসার সুপার মাওলানা হাশেমুর রশিদ। প্রধান শিক্ষকদের মধ্যে ফরিদ আহমদ,আবু জাহের প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। মানববন্ধনে উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।