বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের আয়োজনে চট্টগ্রামে তিন দিনব্যাপী চুকবল কোচেস্ এন্ড রেফারিং ট্রেনিং এর সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠান সিজেকেএস জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হয়। ২০টি জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজিত উক্ত কর্মসূচিতে চুকবল খেলার প্রাথমিক নিয়মাবলী বিভিন্ন কোচিং টেকনিক বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারনা দেয়া হয়। এছাড়াও চুকবল খেলা পরিচালনা বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারনা দেয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন আন্তর্জাতিক চুকবল এসোসিয়েশনের লেভেল সি’ রেফারী কোচ মোঃ হায়দার আলী ও লেভেল সি’ কোচ আশরাফুল বশির চৌধুরী। প্রশিক্ষণে বাছাইকৃত কোচ ও রেফারীদের নিয়ে আগামী নভেম্বর মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লেভেল এ কোচের অধীনে এডভান্স কোচেস্ এন্ড রেফারীজ কোচিং করা হবে।
এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাধ্যমে আগামী মাসে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের উদ্দ্যেগে দেশের ২০টি জেলায় উন্মুক্ত চুকবল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চুকবল এসোসিশেনের নির্বাহী কমিটির সদস্য ও ডেভেলাপমেন্ট কমিটির চেয়ারম্যান এ.কে.এম আব্দুল হান্নান আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক মোঃ ইউসুফ, কোষাধ্যক্ষ আবুল হাসনাত মোঃ বেলাল, নির্বাহী সদস্য ও ডেভেলাপমেন্ট কমিটির সদস্য সচিব মশিউর রহমান চৌধুরী, ডেভেলাপমেন্ট কমিটির সদস্য জসিম উদ্দিন ভুঁইয়া, নির্বাহী সদস্য মোঃ হায়দার আলী, আশরাফুল বশির চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কল্লোল দাশ।
উল্লেখ্য গত ২৩ আগষ্ট সিজেকেএস জিমনেসিয়াম হলে তিন দিনব্যাপী উক্ত কোর্সের উদ্বোধন করা হয়।