
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু থেকে দাউদকান্দি হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে গাড়ির লাইন আরও দীর্ঘ হতে থাকে। যানজটের ফলে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে দাবি পুলিশের।
রবিবার রাত ১২টা থেকে এই যানজট শুরু হয়েছে বলে জানা গেছে।