ভ্রাম্যমান আদালত পরিচালনা জরুরী
রং মেশানো ভেজাল শিশুখাদ্যে সয়লাব টেকনাফ

কক্সবাজার : বিষাক্ত রং মেশানো শিশুখাদ্য পণ্যে সয়লাব কক্সবাজারের টেকনাফ। চকচকে মোড়কে কোন রকম মেয়াদ উত্তির্ণ তারিখ নেই। এইসব খাবার খেয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার আশংকা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

জানা গেছে, ভোক্তা অধিকার আইনকে তোয়াক্কা না করে সরকারের কর ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই সব ব্যবসায়ীরা। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে ২বছর কারা দন্ড ও ১লক্ষ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে ভোক্তা অধিকার আইনে।

উপজেলার হাট বাজারগুলোতে ২০০৯ সালের প্রণীত ভোক্তা অধিকার আইন অগ্রাহ্য করে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি করেছে দেদারছে। খাবার গুলোতে উচ্চমাত্রার জনস্বাস্থ্য ক্ষতিকারক রাসায়নিক কেমিক্যাল ও রং মিশিয়ে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য চকচকে মোড়ক ব্যবহার করছে। খাবারের প্যাকেট সাধারণত খোলার অগ পর্যন্ত মান যাচাই করা কিছুতেই সম্ভব নয়। এইসব খাবারের কয়েকটি প্যাকেট খুলে যাচাই করার পর সচেতন মানুষের খাবার অনুপযোগী বলে প্রমাণ পাওয়া গেছে।

অপরদিকে পৌরসভার লামার বাজার, উপরের বাজার সহ অন্তত ৬টি দোকানে সরেজমিনে গিয়ে এমন চিত্র পাওয়া গেছে। লামার বাজার বিশু বাবু, উপর বাজার কমল বাবু, মন্দিরের পশ্চিম পাশে কাজল বাবু সহ কয়েকটি মনোহরী দোকান গুলোতে বস্তা ভর্তি চিপস ও অতি নিম্ন মানের শিশু খাবার দিয়ে ঠাসা করে রাখা হয়েছে। এইস পণ্য বিক্রি করতে আবার বাচ্চাদের লোভনীয় খেলনা, সু-পিস সহ বিভিন্ন রকমের লটারী’র প্যাকেজের ব্যবস্থা রেখে ফাঁদ বসিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এইসব খোলা খাবার গুলোর উপর খালি পায়ে দাড়িঁয়ে দোকানের অন্য পন্য নামাচ্ছে।খাবার গুলোর কোন গুনগত মান নেই সেটা প্রথম দেখেই বুঝা যায়।কিন্তু ভয়ংকর ভাবে শতকরা ৯০% শিশু এই সব খাবার এবং পণ্য গুলো ভোগ করে।

উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সোহরাব হোসেনের কাছে জানতে চাইলে তিনি ফোনে কোন কথা না বলে তার ডাঃ প্রাইভেট চেম্বার অর্থাৎ একটি ফার্মেসীতে গিয়ে কথা বলতে বলেন। তবে তার বিরুদ্ধে আরো অন্তত ৫টি শুকনো খাবার উৎপাদনকারী কারখানার সাথে ব্যক্তিগত লেনদেন রয়েছে বলে এলাকার বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

এবিষয়ে স্থানীয় সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।