আনোয়ারায় ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশে এম এ মতিন
আগামী নির্বাচন দলের অগ্নিপরীক্ষা, সাত আসনের জন্য প্রস্তুতি নিন

চট্টগ্রাম : ‘আগামী নির্বাচন দলের জন্য অগ্নিপরীক্ষা, তাই নির্বাচনে সাত আসনের জন্য প্রস্তুতি নিন। এটি আমাদের জন্য বিরাট সুযোগ। জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটকে সমর্থন দিন।’ সোমবার (৪ সেপ্টেম্বর) আনোয়ারায় উপজেলা ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিন।

কালাবিবির দীঘির মোড়ে একটি সামাজিক যোগাযোগকেন্দ্রে সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি নাছির উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম শহীদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ মাবুদ, সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসেন, ইসলামী ফ্রন্টের নগর সভাপতি নুরুল ইসলাম জিহাদী, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার মোহাম্মদ পেয়ারু, কর্ণফুলী ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, দক্ষিণ জেলা যুবসেনার সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খোকন, আনোয়ারা পশ্চিম পরিষদ যুবসেনার সভাপতি নুরুল করিম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম ও মুফতি শাকের আহমদ চৌধুরী।