মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনি এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুফোগলু।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এমিনি এরদোয়ান সকালে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন। তার সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন এমিনি এরদোয়ান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত