চট্টগ্রামে সুইমিংপুল নির্মাণ কাজ পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নির্ধারিত সময়ে মানসম্মত সুইমিংপুল নির্মাণ কাজ সম্পন্নের নির্দেশ

চট্টগ্রাম : জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে চট্টগ্রাম বিভাগীয় সদরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আউটার স্টেডিয়ামে চলমান সুইমিংপুল নির্মাণ কাজ পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো: মোজাম্মেল হক, মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য লায়ন দিদারুল আলম চৌধুরী, আলহাজ্ব আবুল হাশেম, জহির আহমদ চৌধুরী, সৈয়দ আবুল বশর, একেএম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মোহাম্মদ ইউসুফ, একেএম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, মোঃ মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তানভীর আহমেদ চৌধুরী, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেজিয়া বেগম ছবি, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, শওকত হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদ (চট্টগ্রাম) এর উপ-পরিচালক আছলাম হোসেন খান সহ জাতীয় ক্রীড়া পরিষদ এর প্রকৌশলীবৃন্দ।

পরিদর্শনকালে মন্ত্রী চলমান কাজের অগ্রগতি বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ে মানসম্মত সুইমিংপুল নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

শেয়ার করুন