আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাসহ স্থানীয় সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করে।
পরে, “স্বাক্ষরতা অর্জন করি ডিজিটাল বিশ্বগড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন আহম্মদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত