[caption id="attachment_11774" align="aligncenter" width="684"]
অস্ত্র ও গুলিসহ ১৫ মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী শাহ আলম গ্রেফতার। ছবি : প্রতিনিধি[/caption]
খাগড়াছড়ি : খাগড়াছড়ি পুলিশের বিশেষ অভিযানে পৌর সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুলাহ আল মাসুদ জানান, অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নানেরর নেতৃত্বে শনিবার (৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দেশীয় তৈরী একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ শাহ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টা ও চুরিসহ ১৫ টি মামলা রয়েছে বলেও জানিয়েছে (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত