কারাতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ
সোতোকান কারাতে স্কুল দলের কুমিল্লা যাত্রা

কুমিল্লা কারাতে প্রতিযোগিতায় অংশ নিতে বাছাইকৃত কারাতে দলের সাথে অতিথিবৃন্দ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ২ দিনব্যাপী (১৪ ও ১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ও শুক্রবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে কারাতে প্রশিক্ষক মোখলেসুর রহমান আবুর পরিচালনায় অনুষ্ঠিত হবে।

এতে চট্টগ্রামের পাহাড়তলী হাজী ক্যাম্পস্থ সোতোকান কারাতে স্কুল দলের ছাত্র-ছাত্রী, ম্যানেজার, প্রশিক্ষকসহ ২৭জন বিশিষ্ট কারাতে দল কুমিল্লা কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১ টায় ট্রেনযোগে কারাতে প্রশিক্ষক মো: আবদুল হান্নান কাজলের নেতৃত্বে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় অভ্যন্তরীণ কারাতে প্রতিযোগিতায় উক্ত কারাতে দলকে বাছাইয়ের মাধ্যমে মনোনীত করা হয়।

শেয়ার করুন