নির্যাতিত-অসহায় রোহিঙ্গা শরনার্থীদের পাশে সাংসদ এমএ লতিফ

মিয়ানমারে নির্যাতিত-অসহায় রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সাংসদ এমএ লতিফ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় রোহিঙ্গা শরনার্থীদের সাহায্যার্থে ৩টি ট্রাকে ত্রাণ সামগ্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করেছেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম.এ. লতিফ এমপি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ, উখিয়া ও নিলা এবং ১৩ সেপ্টেম্বর দিনব্যাপী কুতুপালং, বগুনা, বালুখালী, হারাংখালী, চাকমারকুল, ওয়াইকুং, বততলা, পালংখালী ও জামতলী এলাকায় একত্রিত হওয়া শরনার্থীদের মাঝে তাবু, পরিধেয় বস্ত্র (লুঙ্গি ও থামি), কম্বল, ২০ কেজি করে চাল, খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ করেন। এসময় স্থানীয় লোকজন এমএ লতিফ এমপি’র উদ্যোগকে স্বাগত জানান।

নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরনকালে এমএ লতিফ এমপি’র সাথে ছিলেন মহানগর আওয়ামীলীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৪০ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের “স্বাধীনতা নারী শক্তি” এর সংগঠনের ৩৬নং ওয়ার্ডের সভানেত্রী অধ্যাপিকা বিবি মরিয়ম, ৪১নং ওয়ার্ডের সভানেত্রী জাহিদা আক্তার, লবন শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাষ্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, যুবলীগ নেতা মোঃ একরাম, মোঃ জুয়েল, মোঃ মাসুদ, ছাত্রলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন, এমপি মহোদয়ের জ্যেষ্ঠ পুত্র ওমর ফারুক ও ৩য় পুত্র ওমর হাজ্জাজ।

শেয়ার করুন