রোহিঙ্গা ইস্যু
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন অং সান সূ চি

রাখাইনে ১৭৬ রোহিঙ্গা গ্রাম মানবশূন্য

মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশটির নেত্রী অং সান সূচি। গত তিন সপ্তাহ ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর তীব্র দমন পীড়নে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরনার্থী হয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানানয়, মিয়ানমারের সরকারের মুখপাত্র জ হাতয় সাংবাদিকদের বলেন, তিনি জাতীয় পুনঃঐক্য ও শান্তির জন্যে টেলিভিশনে ভাষণ দেবেন। এদিকে মিয়ানমার সরকার বলেছে, রাখাইন রাজ্যের ৪৭১টি রোহিঙ্গা অধ্যুষিত গ্রামে ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ ইতিমধ্যে ১৭৬টি গ্রাম পুরোপুরি রোহিঙ্গা ও জনমানব শূন্য। জ হাতয় আরো জানান, আরো অন্তত ৩৬টি গ্রামের মানুষজন পালিয়ে আংশিক শূন্য হয়েছে। বাকিগুলো অভিযানের ফলে পুরোটাই খালি হয়েছে।

মুখপাত্র জ হাতয় এক বিবৃতিতে বলেন, তারা দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা হয়নি। বিবৃতিতে আরো বলা হয়েছে, পালিয়ে যাওয়া বাসিন্দারা মিয়ানমারে ফিরতে চাইলে অবশ্যই সবাইকে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না। নাগরিকত্ব যাচাই-বাছাই করতে হবে। এরপরই মিয়ানমার কেবল তাদের গ্রহণ করতে পারে। এএফপি।