রোহিঙ্গা নিধনের প্রতিবাদে দারুন্নাজাত মডেল মাদরাসার মানববন্ধন

দারুন্নাজাত মডেল মাদরাসার উদোগে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে মানবন্ধনে বক্তব্য রাখছেন নুরুল আমিন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : মিয়ানমারের রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের হত্যা, খুন, ধর্ষণ, বাড়ি ঘর জ্বালাও পোড়াও এর প্রতিবাদে মানববন্ধন করেছে পাহাড়তলী সরাইপাড়াস্থ দারুন্নাজাত মডেল মাদরাসার শিক্ষার্থীরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মদ শেখ ফরিদ এর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল আমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক মো: আলমগীর হোসেন, মাওলানা জসিম উদ্দীন, শামসুল আজম, হাফেজ নাছির, হাফেজ ইকবাল সহ প্রমুখ।

পরে বিশ্বে মুসলমানদের শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে মুনাজাত পরিচালনা করেন ক্বারী মুহাম্মদ শেখ ফরিদ।

শেয়ার করুন