গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে সিলেট জকিগঞ্জ সড়কে ট্রাকের চাপায় এক মটরসাইকেল আরোহী কলেজ ছাত্র প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অপরজন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে এলেও চালককে গ্রেফতার করতে পারেনি। এসময় ট্রাক চাপায় সিএনজি চালক সহ আরো ৪ জন আহত হয়েছেন।
জানা যায়, সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলার উত্তর রায়গড় গ্রামের মুহিবুর রহমানের পুত্র সাব্বির আহমদ (২২) ও একই এলাকার রহিম উদ্দিনের পুত্র আব্দুল হামিদ (২১) একটি অনটেস্ট মটরসাইকেল যোগে গোলাপগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে বৈটিকর বাজারের অদূরে এওলাটিকর নামক স্থানে পৌছিলে সিলেট থেকে পুর্বদিকগামী ট্রাক ঢাকা মেট্রো-ট-২০-৪৫৭৫ মুখোমুখি চাপা দিলে ঘটনাস্থলেই সাব্বির গুরুতর আহত হন। এসময় অপর আরোহী আব্দুল হামিদও আহত হয়।
এছাড়া ট্রাকের চাপায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা সিলেট-থ-১২-৯৯১৬ দুমড়ে মুচড়ে গেলে চালকসহ ৪ জন আহত হন। আহতদেরকে উপস্থিত লোকজন তাৎক্ষণিক ভাবে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদ চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক, সিএনজি ও মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। একটি সূত্রে জানা যায়, সাব্বির ও আব্দুল হামিদ ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। বিশেষ কাজে সম্প্রতি কেনা অনটেস্ট মটরসাইকেল নিয়ে সিলেট যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হলে সাব্বির প্রাণ হারায়। ঘটনার পর পর সিএনজি অটোরিক্সার চালক ও যাত্রীদের চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হলে তাদের পরিচয় পাওয়া যায়নি। কলেজ ছাত্র সাব্বিরের মৃত্যুতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ এলাকা সহ বিভিন্ন স্থানে শোকের ছায়া নেমে এসেছে।