গাজীপুর : বাড়ির ভেতর থেকে দৈনিক নবরাজের গাজীপুর জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চনের মোটরসাইকেল চুরি হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর শহরের উত্তর বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক কাঞ্চন জানান, তার ওয়ালটন ব্যান্ডের লিও-৮০ সিসি, ইঞ্জিন নং- ১৪৭ FME-১২ LE০৯৪৯৯, চেসিস নং- WBLEO-৮০১২ FO৯৪৪৯ নীল রংয়ের মোটরসাইকেল লক করা ছিল। দুর্বৃত্তরা বাড়ির ভেতর ঢুকে লক ভেঙে তা নিয়ে যায়।
পরে এ ঘটনায় তিনি জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান এসআই সাদেককে তদন্তের দায়িত্ব দেন।
স্থানীয়রা জানান, এলাকাটিতে কয়েক দিন পর পর চুরি-ছিনতাই হয়। মাদকের বেচাকেনাও বেড়ে গেছে। কিন্তু পুলিশের তৎপরতা কম।
তারা আরও জানান, এসবের দিকে কাউন্সিলরের নজর নেই। সামাজিক প্রতিরোধের মাধ্যমেও অনেক কিছু করা যায়।