গাজীপুর : বাড়ির ভেতর থেকে দৈনিক নবরাজের গাজীপুর জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চনের মোটরসাইকেল চুরি হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর শহরের উত্তর বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক কাঞ্চন জানান, তার ওয়ালটন ব্যান্ডের লিও-৮০ সিসি, ইঞ্জিন নং- ১৪৭ FME-১২ LE০৯৪৯৯, চেসিস নং- WBLEO-৮০১২ FO৯৪৪৯ নীল রংয়ের মোটরসাইকেল লক করা ছিল। দুর্বৃত্তরা বাড়ির ভেতর ঢুকে লক ভেঙে তা নিয়ে যায়।
পরে এ ঘটনায় তিনি জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান এসআই সাদেককে তদন্তের দায়িত্ব দেন।
স্থানীয়রা জানান, এলাকাটিতে কয়েক দিন পর পর চুরি-ছিনতাই হয়। মাদকের বেচাকেনাও বেড়ে গেছে। কিন্তু পুলিশের তৎপরতা কম।
তারা আরও জানান, এসবের দিকে কাউন্সিলরের নজর নেই। সামাজিক প্রতিরোধের মাধ্যমেও অনেক কিছু করা যায়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত