বাংলা চলচ্চিত্রের নায়িকা হাসনাহেনা আঁখি আঁচল আইটেম গানে। ‘দাগ’ ছবিটিতে নায়ক হিসেবে থাকছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সেরা সুপারস্টার শাকিব খান। এটি পরিচালনা করছেন নতুন পরিচালক তারেক শিকদার। নায়িকার আইটেম গানে নাচা প্রসঙ্গে তিনি বলেন, ‘আঁচল অভিনয়ের মতো নাচেও খুব দক্ষ। এ ছবিতেই তার প্রমাণ পাওয়া যাবে।’ ‘দাগ’ শিরোনাম ছবিটিতে নায়িকা হিসেবে অভিনয়ও করছেন ঢালিউডের এ মিষ্টি চেহারার নায়িকা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত