বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে । চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর ও ডিপজলের ঘনিষ্ঠজন সূত্রে এ তথ্য জানা গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে বাসায় অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। এরপর তাঁকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা তাঁকে করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ) ভর্তি করানো হয়। তাঁর ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসক জানান। আপাতত তিনি ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
সূত্র জানায়, ‘এয়ার অ্যাম্বুলেন্সে করে বিকাল তিনটা নাগাদ সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেবেন ডিপজল। সেখানে তাঁকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তাঁর স্ত্রী জবা ও মেয়ে অলিজা মনোয়ার।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত