[caption id="attachment_12316" align="aligncenter" width="600"]
'আব হোগা ইনসাফ' ছবিতে অভিনয়ের একটি দৃশ্যে রাখি। ছবি সংগৃহীত[/caption]
ভারতের বহু বিতর্কিত ধর্মগুরু গুরুমিত রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীতকে হন্যে হয়ে খুঁজছে দেশের সেরা গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু দিল্লিতে বসে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত দাবি করছেন, হানিপ্রীত নেপাল নয়, দিল্লিতেই রয়েছেন। শুধু তাই নয়, রাম রহিম ও হানিপ্রীত সংক্রান্ত অসংখ্য তথ্য রাখির হাতের মুঠোয় বলেও দাবি রাখির।
জানা গেছে, রাম রহিমের জীবন নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমায় হানিপ্রীতের ভূমিকা অভিনয় করছেন রাখি। সেখানেই রাম রহিম আর হানিপ্রীতের সব গোপন কথা ফাঁস করে দেবেন। । ছবির প্রযোজনা করছেন তিনি নিজে ও তাঁর ভাই রাকেশ সাওয়ান্ত। ছবির নাম 'আব হোগা ইনসাফ'। রাম রহিমের ভূমিকায় রয়েছেন রাজা মুরাদ ও তদন্তকারী অফিসারের চরিত্রে আজাজ খান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত