
চট্টগ্রাম : বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ লিবারেশন ফোর্স (বি.এল.এফ)-এর পূর্বাঞ্চলের গেরিলা কমাণ্ডার ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু’র ৪র্থ মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) শ্রদ্ধা নিবেদনশেষে কবর জেয়ারত এবং মোনাজাতে মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্মসম্পাদক রেজাউল করিম বিলাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এবং মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানূল আলম জিকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাজেশ বড়ুয়া, আব্দুর রহিম শামীম, এস.এম সাদিদ ওয়াহাব, রায়হানুল কবির শামীমসহ বিভিন্ন কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দ।