ডিসেম্বরেই ফোর জি চালু হবে বাংলাদেশ

ফাইল ছবি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে ফোর জি সেবা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, আমরা নভেম্বরের শেষের দিকে ফোর জির নিলাম শেষ করতে পারব। ফোর জি নিলামের মাধ্যমে সরকারের কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে।

শেয়ার করুন