মায়ানমারের কোনো উস্কানিতে বাংলাদেশ সাড়া দেবে না : কাদের

মায়ানমারের কোনো উস্কানিতে বাংলাদেশ সাড়া দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বার্মা হেলিকপ্টার দিয়ে বারবার আকাশসীমা লঙ্ঘন করেছে। তাদের উস্কানিতে কোনো প্রকার সায় না দেয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদের বলেছেন। একই নির্দেশনা আইন প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী, বিজিবিকেও দেয়া হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে তার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বার্মা হেলিকপ্টার দিয়ে বারবার আকাশসীমা লঙ্ঘন করেছে। তাদের উস্কানিতে কোনো প্রকার সায় না দেয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদের বলেছেন। একই নির্দেশনা আইন প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী, বিজিবিকেও দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে রোহিঙ্গাদের গণহত্যার বিষয়টি সমালোচনা করেননি বিএনপির এমন বক্তব্যে কঠোর সমালোচনা করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির হাতে এখন আর কোনো ইস্যু নেই। তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেও শুনেননি-বুঝেও বুঝেননি।

শেয়ার করুন