রোহিঙ্গাদের নগদ অর্থ দিলেন এডভোকেট আকাশ

রোহিঙ্গাদের নগদ অর্থ দিলেন এডভোকেট আকাশ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী বস্তিতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গা শিশু-নারী-পুরুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে টাকা বিতরণ করেন জনদরদী, নির্যাতিত অসহায় গরীব দুঃখী মানুষের বন্ধু, উদার মনের মানুষ, কালিয়াকৈরের কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও গাজীপুর জজ কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট হাজী মোঃ আতাউর রহমান আকাশ। এসময় গাজীপুরের সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) ও উখিয়ার সোনার পাড়া এলাকার যুবক মোঃ মাজেদ।তার সাথে ছিলেন।

এডভোকেট আকাশ রোহিঙ্গাদের সার্বিক অবস্থা সম্পর্কে বলেন, রোহিঙ্গাদের অবস্থা সত্যি দুর্বিষহ। সহ্য করার মতো না। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের পরিস্থিতি খুবই খারাপ। সেখানে রোহিঙ্গারা কোন সাহায্য পাচ্ছে না। অনাহারে মানবেতর জীবন যাপন করছে। দেশের প্রতিটি মানুষের উচিৎ রোহিঙ্গাদের মানবিক সাহায্যে এগিয়ে আসা।

ঐদিন বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের চৌকিতে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোহেল বাংলাদেশ-মিয়ানমারের কাটাতারের সীমানা দেখিয়ে বলেন, ওপারে রাখাইন রাজ্য। ঐ দেখেন রাখাইনে এখনও বাড়িঘরে আগুন জ্বলছে। এই নদী হচ্ছে নাফ নদী। এই নদী পার হয়ে হাজার হাজার মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে। এখনও মানুষ প্রবেশ করছে। তবে তাদের মধ্যে বেশিরভাগ শিশু, বয়স্ক নারী-পুরুষ। যুবক-যুবতী নাই।