[caption id="attachment_12448" align="aligncenter" width="691"]
গাজীপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার[/caption]
গাজীপুরে রিভলবার ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর স্কুল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক জুবায়ের (২৫) কালিয়াকৈরের নূরুল ইসলামের ছেলে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই খায়রুল জানান, সাফারি পার্ক রোড থেকে মোটরসাইকেল আরোহী দুজন ভবানীপুর বাজারের দিকে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা থামেননি। পরে পেছনে ছুটে জুবায়েরকে একটি চায়না ৭.৬২ রিভলবার ও দুটি গুলিসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী লুৎফর দৌড়ে পালিয়ে যান। তাদের ব্যবহৃত নাম্বার বিহীন অ্যাপাচি আর.টিঁ.আর মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত