চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়েতে স্টেশন মাস্টার পদের জনবল সংকট দীর্ঘদিন । জনবল সংকটের কারণে রেলের অপারেশনাল কার্যক্রম ধীর গতিতে চলছিল। গত ২৬ আগস্ট রেলের ৩০টি পদে সহকারী স্টেশন মাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রেল। বিঞ্জপ্তি প্রকাশের পর আবেদনকারিরা আবেদনও জমা দিয়েছেন। তবে তবে গত ২১ সেপ্টেম্বর আরও ৫৬ জন সহকারী স্টেশন মাস্টার নিয়োগের অনুমোদন দেয় রেল ভবন। যার ফলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সোমবার কয়েকটি পত্রিকায় ‘৩০ জন সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগের পদ সংখ্যা বৃদ্ধি ও আবেদনপত্র জমা সময় বৃদ্ধি’ শিরোনামে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে আগের বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না। আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টা আবেদনপত্র জমা দানের শেষ সময় ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত