গাজীপুর : “জলাতঙ্ক সম্পর্কে জানুন, ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে জলাতঙ্ক নির্মূল করুন” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে গাজীপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৭ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ণ কেন্দ্রের ২য় তলার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ভেটেরিনারী হাসপাতালের ভেটেরিনারী সার্জন (ভিএস) ডাঃ মোঃ লুৎফর রহমান।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ সহকারী (ইউএলএ) মোঃ আনিছুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ভেটেরিনারী হাসপাতালের ভেটেরিনারী সার্জন (ভিএস) ডাঃ মোঃ মুখলেছুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট (ভিএফএ) মোঃ নুরুল ইসলাম, ভিএফএ মোঃ আনোয়ার হোসেন, ভিএফএ মোহাম্মদ আসিফ-উজ-জামান, জেলা ভেটেরিনারি হাসপাতালের কম্পাউন্ডার মোঃ বদরুল আলম, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের কম্পাউন্ডার মোঃ শাহাবুদ্দিন, কম্পাউন্ডার মোঃ আনোয়ার হোসেন, কৃত্রিম প্রজনন সহকারী মোঃ বিল্লাল হোসেন খান প্রমুখ। খামারিদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মোঃ আলতাফ হোসেন, রাশেদুল ইসলাম, মনোয়ারা বেগম ও দেলোয়ারা বেগম।
আলোচনা সভায় সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)সহ গাজীপুর জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী গাজীপুর জেলা ভেটেরিনারী হাসপাতালের সামনে থেকে বের হয়ে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ণ কেন্দ্রে এসে শেষ হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত