দৃশ্যমান হল স্বপ্নের পদ্মা সেতু

প্রথম স্প্যান বসানোর মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবরূপ ধারণে আরো একধাপ এগিয়ে গেল। পদ্মা সেতুর খুটির উপর আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সেতুর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়েই দৃশ্যমান হল দক্ষিণাঞ্চ‌লের ২১ জেলার মানু‌ষের স্বপ্নের সেতু। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে প্রকল্প প‌রিচালক মো. শ‌ফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু প্রকল্প সারা বিশ্বের কাছে একটি মাইলফলক।

তিনি আরো জানান, মাওয়া প্রান্ত থেকে সুপার স্প্যানটি ভাসমান ক্রেনে করে জাজিরা প্রান্তে আনা হয়েছে। আজ সকালে বাকি আনুষঙ্গিক কাজ সেরে ক্রেন আর প্রযুক্তির সাহায্যে স্প্যানটি বসানো হয়।

 

শেয়ার করুন